বড়লেখায় শ্রমিককের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩০:৫৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় এক শ্রমিক অপর শ্রমিককে পিটিয়ে মাটি কাটার কাজের সাপ্তাহিক মজুরীর এককালিন টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত মাটি শ্রমিক রায়হান আহমদের বাবা খালিক মিয়া মঙ্গলবার বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত আগামি ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের বারহালি গ্রামের খালিক মিয়ার ছেলে সিপার আহমদ ও একই গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে রায়হান আহমদ একত্রে চুক্তিভিত্তিক মাটি শ্রমিকের কাজ করেন। সম্প্রতি একজন মালিক সাপ্তাহিক মজুরীর টাকা এককালিন সিপার আহমদের হাতে দিয়ে দেন। এর জেরে গত ২১ ফেব্রুয়ারি রায়হান আহমদ ও তার মা সুফিয়া বেগম সিপার আহমদকে পিটিয়ে আহত করে মালিক পক্ষের দেওয়া পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। আহত অবস্থায় সিপারকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাদিপক্ষের আইনজীবি আফজল হোসেন জানান, আদালত মামলার অভিযোগ তদন্ত করে আগামি ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।