স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আনসার সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে: অতিরিক্ত মহাপরিচালক
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৩:২০ অপরাহ্ন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি বলেছেন, আনসার বাহিনী দেশ, মাটি ও মানুষকে ভালোবেসে সকল ভয়কে জয় করে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। আগামীতে বিভিন্ন নির্বাচনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এই বাহিনী নিজেদের উৎসর্গ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবোত্তর জরুরি পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে। তিনি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার আব্দুল জব্বারসহ সকল বীর ভাষা শহিদদের ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী আনসার বাহিনীর ৬৭০ জন বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহিদদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শাহাদাৎবরণকারী সকল বীর শহিদদের স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেশব্যাপী চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সকাল ১১টায় কেক কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগীয় কার্যালয় সিলেটের অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন, পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাসেলুর রহমান।
আনসার ও ভিডিপি সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ এর সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থাপনায় আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর পরিচালক সঞ্জয় চৌধুরী পিভিএম, হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট হোসন আরা হাসি, মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো: শাহ নেওয়াজ হোসেন সহ জেলার বিভিন্ন দপ্তর প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
অনুষ্ঠানে দৃষ্টান্তমূলক কাজে স্বীকৃতিস্বরুপ ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল, সেলাই মেশিন, ছাতাসহ অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি