বাঁধের কাজ শেষ না হওয়ায় সুনামগঞ্জে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৯:২১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বোরো ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা ও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় স্থানীয় আলফাত স্কয়ারে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শত শত কৃষক অংশ নেন।
হাওর বাঁচাও আন্দোলনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদ উলাহ সরকারের সভাপতিত্বে ও হাওর বাঁচাও আন্দোলন নেতা রাজু আহমেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, শহীদ নূর আহমেদ সহ বিভিন্ন উপজেলার কৃষক ও হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হাওরে বাঁধের কাজে দলীয়করণ করা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ পিআইসি ভাগাভাগি করে নিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে। পাউবো বাঁধের কাজ ৮৬ ভাগ শেষ হওয়ার কথা বললেও বাস্তবে ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। ২০১৭ সালের ফসলডুবির কথা মনে করিয়ে বক্তারা বলেন, অনেক ঠিকাদার জেল খেটেছেন। পাউবো’র কর্মকর্তা জেল খেটেছেন। এবার ফসলডুবি হলে সেই পরিণতি আপনাদেরও ভোগ করতে হতে পারে।
অনিয়ম নিয়ে বক্তারা বলেন, বাঁধে দুরমুজ দেওয়া হয় না, ঘাস নেই। অক্ষত বাঁধে অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে। লুটপাট করতে এমন বাজেট করা হয়েছে। বাঁধের মাটি বাঁধে ফেলা হচ্ছে। ২৮ তারিখের পর হাওরের বাঁধ ভেঙে গেলে পাউবো অফিস ঘেরাও করা হবে। ফসলডুবির ঘটনা ঘটলে উপজেলায় পাউবো ও প্রশাসনের বিরুদ্ধে মামলা হবে। শুধু ফসলডুবি নয় হাওরের টাকা লুটপাটকারীদের বিরুদ্ধেও মামলার হুমকি দেন বক্তারা।