মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২০:১১ অপরাহ্ন
মৌলভীবাজারে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) বুলবুল আহমেদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে সেজন্য ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, দেশের উচ্চ আদালতে মামলার চাপ কমানোর লক্ষ্যে ও বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ ও দ্রুত এবং অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকার এর আর্থিক সহযোগিতায় এবং ইউএনডিপির কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ -৩য় পর্যায় প্রকল্প’। এ প্রকল্প বাস্তবায়ন হলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারগণ ও সহকারি কমিশনার স্থানীয় সরকারগণ। গ্রাম আদালত প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার, উপজেলা সমন্বয়কারি ও ৬৭ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেটরগণ/ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণও সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি