নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে বাসদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫৫:০৯ অপরাহ্ন
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্যের দাম কমানো ও দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মনজুর আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি, মুখলেছুর রহমান,সিমান্ত রায়, মাহফুজ হাছান, সংগ্রাম পরিষদের আনিছ খান, আইবুর রহমান ও রনি আহমদ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে অব্যাহত ধর্ষণ, নির্যাতন, খুন, রাহাজানী, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মব সন্ত্রাস জণগণের জানমালের নিরাপত্তাকে দূর্বিসহ করে তুলেছে। এক্ষেত্রে সরকার চরম দায়িত্বহীনতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব ঘটনার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। বিজ্ঞপ্তি