জাতীয় পর্যায়ে দৌড়ে তৃতীয় জামালগঞ্জের শরিফ
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫২:৫৬ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: জাতীয় পর্যায়ে একশত মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন করেছেন জামালগঞ্জে শিক্ষার্থী শরিফ আহমেদ। শরিফ সুনামগঞ্জ জেলাধীন জামালগঞ্জ উপজেলার আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে ১ম স্থান অর্জনের পর এবার জাতীয় পর্যায়ে তৃতীয় হয়েছেন।
এর আগে উপজেলায় ৯ ফেব্রুয়ারি, জেলায় ১৩ ফেব্রুয়ারি ও ২০ ফেব্রুয়ারি আঞ্চলিক পর্যায়ে গোলক নিক্ষেপে ৩য় ও ৪শ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছিলেন শরীফ। এবার সারাদেশে গত ২৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় পর্যায়ে বিজয়ী হয়েছেন শরীফ। তিনি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র।