বিশ্বম্ভরপুরে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মিছিল
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৩:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে থানা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়ার সভাপতিত্বে ও শামসুল কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই, জুনাব আলী, মাওলানা আমিন উদ্দিন, নূর জাহাঙ্গীর পাঠান, নুরুল আলম, আলমগীর হোসেন, জহুর আলম, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক ও বিশ্বম্ভরপুর উপজেলা যবদলের যুগ্ম আহবায়ক আরিফ রাব্বানী হিমেল, বিএনপি নেতা শাহ জামাল প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত কমিটিতে যিনি আহবায়ক হয়েছেন তিনি বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন না এবং কমিটিতে ফ্যাসিবাদের দোসর ছিলেন এমন লোককেও যুগ্ম আহবায়ক করা হয়েছে। অবলিম্বে প্রহসনের এ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান বক্তারা।