ডা. পাটোয়ারী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৫:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মেডিসিন বিশেষজ্ঞ ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. ইসমাঈল পাটোয়ারীকে সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপচার্য নিযুক্ত করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয় অধ্যাপক ডা. মো. ইসমাঈল পাটোয়ারীকে ৪ বছরের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হলো।