ডেভিল হান্টে আরও ৬৭৮ জন গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৭:৩৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, অপারেশন ডেভিল হান্টে ৬৭৮ জন ছাড়াও গত ২৪ ঘন্টায় অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১২ জনকে। সবমিলিয়ে সারা দেশ থেকে গ্রেপ্তার হয়েছে এক হাজার ৬৯০ জন।
এদের কাছ থেকে একটি ৪.৫ এম এম পিস্তল, একটি এলজি, একটি শুটারগান, একটি দেশীয় একসলা বন্দুক, একটি ম্যাগাজিন, ৭টি কার্তুজ, একটি রাইফেলের গুলি, একটি স্টিলের তৈরি দেশীয় কুড়াল, একটি চাপাতি, একটি রামদা, একটি শাবল, একটি ক্ষুর, দুইটি চাকু ও দুইটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা বোঝানো হয়েছে। এই অভিযান ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।