সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে পার্থক্য করা যাবে না : জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩০:৩৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা নাগরিকদের ধর্ম কিংবা কোনো দলে বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলে ইউনিটি। একটাই জাতি আমরা, আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশী। বুধবার পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে ডা: শফিকুর রহমান আরো বলেন, ‘যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সাথে বিশ্বের সামনে দাঁড়াতে পারে না। স্বাধীনতার ৫৪ বছর গেল, আর কত বছর আমাদের বিভক্ত করে রাখা হবে?’ তিনি বলেন, ‘আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে। কেউ যেন কারো ধর্ম নিয়ে খোঁচাখুঁচি না করেন।’
তিনি আরো বলেন, ‘ভারত আমাদের কাছের প্রতিবেশী, তারা যেন আমাদের উপর এমন কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য অপমানজনক।’ জামায়াতের আমীর বলেন, ‘পঞ্চগড়ের সাথে আমার ২০২২ সাল থেকে আলাদা একটা সম্পর্ক আছে। এর আগে আমার কাছে অন্য জেলার মতোই একটা জেলা ছিল। ২০২২ সালে নৌকা ডুবিতে যখন এলাম আমরা চেষ্টা করেছি, অসহায় পরিবারগুলোর কাছে যাওয়ার। ওই সময় একটা ছোট শিশুকে কোলে নেয়ার সুযোগ হয়েছিল। সেই শিশুটি আজকে এখানে এসেছে। শিশুটির নাম বিপু। ওই সময় তার বয়স সম্ভবত দু’বছর হবে। একেবারেই ছোট ছিল। নৌকা ডুবিতে মা-বাবা হারিয়েছে। আমরা সেই শিশুটির লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত তার আর্থিক দায়িত্ব নিয়েছিলাম।’
পরে ডা: শফিকুর রহমান পঞ্চগড় সার্কিট হাউজে স্থানীয় জামাতের নারী সদস্য এবং বিশিষ্টজনদের সাথে পৃথক মতবিনিময় করেন। এ সময় জনসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হোসাইন সাঈদী, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার, জামায়াত নেতা ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, তোফায়েল প্রধান, পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, পঞ্চগড় জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মোর্শেদ তুহিন, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সভাপতি মাসুদুর রহমান বক্তব্য দেন।