আরও ১৬৯০ জন গ্রেপ্তার, ‘ডেভিল’ ৬৭৮
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৭:০৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : সারা দেশে যৌথ বাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলা ও পরোয়ানার অভিযোগে ১ হাজার ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান।ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৬৭৮ জনকে এবং মামলা ও পরোয়ানার অভিযোগে ১ হাজার ১২ জনসহ মোট ১ হাজার ৬৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া অনেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। ১০ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ হাজারের বেশি ডেভিলকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন মধ্যরাত থেকে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাঁদের বিরুদ্ধে মামলা, পরোয়ানা রয়েছে তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি যাঁরা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত তাঁদেরও গ্রেপ্তার করা হয়েছে।