কাল শেরপুর সেতুতে যান চলাচল ১০ ঘন্টা বন্ধ থাকবে
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৯:০৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুশিয়ারা নদীর শেরপুর সেতুতে ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের জন্য বন্ধ থাকবে যান চলাচল। এই সময়ে যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে সড়ক বিভাগ। ২৩ ফেব্রুয়ারী সড়ক ও জনপথের সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষরিত একটি স্মারকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, ২৮ ফেব্রুয়ারী (শুক্রবার) দিবাগত রাত ১১ টা হতে ১ মার্চ (শনিবার) সকাল ৯টা পর্যন্ত ঢাকা-সিলেট জাতীয় সড়কের (এন-২) ১৮৬ কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামত কাজ করা হবে। এই সময়ে সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
উক্ত সময়ে বর্ণিত মহাসড়কে চলাচলকারী যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়। তিনি আরও জানান, ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট হচ্ছে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক। ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট হচ্ছে শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট ও ঢাকা-সিলেট-সুনামগঞ্জ সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট হচ্ছে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট।