সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০২:০৩ অপরাহ্ন
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে ছোটখাট বিরোধগুলো আদালতে না এনে যাতে করে স্থানীয় পর্যায়ে মীমাংসা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করা জরুরী। যে কারণে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। তিনি বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে বেশি করে জানতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সেজন্য ব্যাপক প্রচার প্রচারণা চালানোর বিষয়ে জোর দেন তিনি। সংশ্লিষ্টদের এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারগণ ও সহকারি কমিশনার স্থানীয় সরকারগণ।উল্লেখ্য বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম চলছে। এই প্রকল্পের সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারীদের সক্ষমতা বৃদ্ধি করা। সভায় গত জুলাই-ডিসেম্বর ২০২৪ ইং মাসের গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি, গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ, সুপারিশ তুলে ধরা হয় এবং আগামী ছয় মাসের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
শুরুতে গ্রাম আদালতের কার্যক্রমসহ বিগত দিনের রিপোর্ট উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান। বিজ্ঞপ্তি