ডায়াবেটিস সচেতনতা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:০৪:২৪ অপরাহ্ন
যাদের এখনও ডায়াবেটিস হয় নাই, বংশে থাকুক বা না থাকুক তারা বৎসরে একবার ডায়াবেটিস পরীক্ষা করুন। সকল প্রকার ওজন বাড়ানোর খাবার-দাবার বর্জন করে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করে নিজেকে নিরোগ রাখুন। কে না চায় নিজেকে শতভাগ ফিট রাখতে। যে কোন উপায়ে ডায়াবেটিসকে প্রতিহত করাই হোক এবছরের ডায়াবেটিস সচেতনতা দিবসে সকলের অঙ্গীকার।
ডায়াবেটিস সচেতনতা দিবস (বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবস) উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন সমিতির সভাপতি অধ্যাপক ডা: এম. এ. আহবাব।
বৃহস্পতিবার বেলা ১১টায় সমিতির বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভাকক্ষে সিলেট ডায়াবেটিক হাসপাতালের অফিস সহকারী মোহাম্মদ সোহেল বেগ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতালের ল্যাব ইনচার্জ মোঃ মালেক খান।
স্বাগত বক্তব্যে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমদ বলেন, প্রায় ৬৮ বছর পূর্বে ডায়াবেটিস রোগ এর জন্মলগ্ন থেকে এ দিবসটি পালনের প্রক্রিয়া চলছে, যাতে করে জনগণের মাঝে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এ আয়োজন। শারীরিক শ্রম, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট পরিমাণ খাওয়া এবং ওজন ঠিক রাখাসহ সচেতনতা এই রোগ থেকে মুক্তির একমাত্র পথ।
সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন তাঁর বক্তব্যে বলেন, যাদের ডায়াবেটিস এর ঝুঁকি রয়েছে, তাদের অবশ্যই বছরে দু’বার ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে। এদিকে, ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে সকাল দশটাটা থেকে বেলা বারোটা পর্যন্ত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়াও বেলা সাড়ে ১০ টায় প্রতিপাদ্য সম্বলিত ব্যানার সহকারে র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অত্র হাসপাতালে আগত রোগীদের ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সঠিক চিকিৎসা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে আদর্শ রোগী হিসেবে সমিতির পক্ষ থেকে মনোনীত রোগীদের মাঝে সার্টিফিকেট, ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি