কুলাউড়ায় গ্রীনভিউ হাসপাতাল’র উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২০:৪৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রীনভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরস্থ উত্তরবাজারের মুমিন অ্যান্ড মোহিত প্লাজায় হাসপাতালের উদ্বোধন করা হয়।
হাসপাতালের চেয়ারম্যান প্রবাসী মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোতাব্বির হোসেন তুলা’র সার্বিক ব্যবস্থাপনায় ও হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন ও সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, রাজনৈতিক বিভাগের সেক্রেটারি রাজানুর রহিম ইফতেখার, পৌর আমির রুহুল আমিন, যুক্তরাজ্য প্রবাসী ফারুক উদ্দিন আহমদ, লাইফ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলুর রহমান, কাজী সগীর আহমদ, প্রবাসী আব্দুল মুহিত, হাফিজুর রহমান, নাসির আহমদ, কাজী জসিম উদ্দিন, ডা. আলমগীর হোসেন সরকার, ডা. শোভন ও ইব্রাহিম খলিল প্রমুখ।