জগন্নাথপুরে দরিদ্রদের ফুডপ্যাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫৮:২৪ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উন্নয়ন সংস্থার অর্থায়নে পবিত্র মাহে রামজান উপলক্ষে দরিদ্র পরিবারের মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১২টায় সংস্থার কার্যালয়ে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. কাসেম আলী তালুকদারের সভাপতিত্বে ও সংস্থার কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য শাহ জামান উল্লাহ মুক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম সরোয়ার, সাংবাদিক শাহ এস এম ফরিদ, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য এমরুল হক, প্রতিষ্ঠাতা সদস্য ও আজীবন দাতা সদস্য সাইমুল আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সদস্য পাভেল মিয়া।
এছাড়া অন্যান্যদের বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মাহি, সংস্থার সহ-প্রচার সম্পাদক নাঈম আহমদ মাহদী।
আলোচনা সভা শেষে ১ শত পরিবারকে ফুডপ্যাক বিতরণ করা হয়।