৮ মাস থেকে বেতন নেই, মানবেতর দিন কাটছে সিএইচসিপিদের
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫৬:৪৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: দেশের কমিউনিটি ক্লিনিকের হেলথকেয়ার প্রোপাইটাররা (সিএইচসিপি) প্রায় ৮ মাস ধরে বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ক্লিনিকে সেবা প্রদান চললেও নেই বেতন। গত জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারী পর্যন্ত ৮ মাসের বেতন বকেয়া রয়েছে।
জানা যায়, সারাদেশে চৌদ্দ হাজার সিএইচসিপি রয়েছেন। ২০১১ সাল থেকে কার্যক্রম শুরু হয় অপারেশন প্ল্যানের আওতায়। যার মেয়াদ গত জুন মাসে শেষ হয়। নতুন করে প্রকল্প গ্রহণে সময় পার হচ্ছে। ফলে শঙ্কায় পড়েছেন তারা। গোয়াইনঘাটে ২৩ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। যার মাধ্যমে গ্রামের কিশোর কিশোরী গর্ভবতীসহ সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পেয়ে আসছেন। নিয়মিত ক্লিনিকে সেবা দিচ্ছেন এমন একজন সিএইচসিপি জাহাঙ্গীরের সাথে কথা হলে তিনি বলেন গত আগস্টে এ নিয়ে আন্দোলন হয়েছে। স্বাস্থ্য বিভাগ আমাদের আশ্বাস দিয়েছে। আমরা নিয়মিত সেবা দিয়ে আসছি। আমাদের প্রত্যাশা সরকার আমদের প্রতি আন্তরিক হবেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, তাদের বরাদ্দ না থাকায় বেতন হচ্ছেনা। উপজেলার সিএইচসিপিদের জনপ্রতি সর্বসাকুল্যে বেতন ষোলহাজার সাতশত টাকা। দীর্ঘ দিনের বকেয়া থাকায় তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। বেতনের আশায় ধার দেনা পরিশোধে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে তাদের।