সুনামগঞ্জে আনসার ভিডিপি’র সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৩:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জ জেলার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসান।
বাংলাদেশ আনসার ভিডিপি সুনামগঞ্জ জেলা কমান্ড্যাট রুবায়েত বিন সালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী সুনামগঞ্জ জেলার অধিনায়ক লে. কর্ণেল শাহিন আলম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জ এর পরিচালক সঞ্জয় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান বলেন, আমাদের পুলিশ বাহিনীর সংখ্যা অত্যন্ত কম। তারা কিন্তু ঘটনা ঘটে যাওয়ার আগে সব জায়গায় সব সময় যেতে পারে না। ঘটনা ঘটে যাওয়ার পর তারা গিয়ে রিএক্টিভ কাজ করে। তারা প্রটেক্টিভ কাজ করতে পারে না। প্রোটেক্টিভ কাজ করতে পারে আমাদের আনসার বাহিনী। কারণ হচ্ছে, আমাদের আনসার ও ভিডিপির সদস্যরা প্রতিটি গ্রামে রয়েছে। তিনি বলেন, ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্বপ্নই ছিল ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মান করা। এই সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করার পূর্বশর্ত হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। এই শান্তি শৃঙ্খলা বজায় থাকলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।
সমাবেশে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন দল নেতা দলনেত্রী, ইউনিয়ন কমান্ডার, সহকারী কমান্ডারসহ উপজেলা ও জেলার কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জেলার বিভিন্ন উপজেলার আনসার সদস্যদের ৫ জনকে বাইসাইকেল, ৪ জনকে সেলাই মেশিন, বিশেষ পুরস্কার ৪ জনকে এবং ৯ জনকে ছাতা প্রদান করা হয়।