মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩৪:৩৩ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ভাদেশ্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। মুরব্বি রমজান আলীর সভাপতিত্বে ও মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন বাংলাদেশ শাখার সেক্রেটারি মোঃ দেলাওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মীরগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ হাফিজ আব্দুল মজিদ আলম, স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ ওয়েলফেয়ার অরর্গেনাইজেশন বাংলাদেশ শাখার সভাপতি আব্দুল মুক্তাদির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা মীরগঞ্জ শাখার ইনর্চাজ হাবীবুল্লাহ দস্তগীর, সমাজসেবী হাফিজ কাওছার আহমদ, মীরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি শফিকুর রহমান, রাজনীতিবিদ গৌছ উদ্দিন, মুরব্বী নুরুল আম্বিয়া, মীরগঞ্জ ওয়েলফেয়ার এর প্রবাসী সদস্য ইউনুছ মিয়া ও রুহুল আমীন।
এছাড়াও উপস্থিত ছিলেন সায়েফুজ্জান সায়েম, বদরুল আলম, হিরু মিয়া, নুরুফ উদ্দিন, লুৎফুর রহমান নুর উদ্দিন, আতাউর রহমান আতা, ললাই মিয়া, নাজিম উদ্দিন, সুরুজ আলী, মসুদ মিয়া, সমস উদ্দিন, আব্দুল মুতলিব, আবুল মিয়া, জামিল আহমদ, ফাহিম আহমদ, আশিক আহমদ, নাদের আহমদ ও সায়েম আহমদ প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে হাওরতলা, ফতেহপুর, শেখপুর, গোয়াসপুর, নিয়াগুলসহ মোট ৫টি গ্রামে ৭১২টি পরিবারকে এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।