সৈয়দ ফয়জুল্লাহ বাহার মেধাবৃত্তি প্রদান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪০:২৯ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগের প্রফেসর ড. সুলতান আহমদ টিপু বলেছেন, স্বাধীনতার অর্ধশতক অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো ক্ষুধা, দারিদ্র, বৈষম্য ও বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হয়নি। সুবিচার, সুশাসন ও অর্থনৈতিক অগ্রগতি আজো অর্জিত হয়নি। উন্নত নৈতিক চরিত্র ও মূল্যবোধের অভাবই এর মূল কারণ। তবে এ জাতির জন্য রয়েছে অফুরন্ত সম্ভাবনা। আমাদের রয়েছে পর্যাপ্ত তরুণ ও যুবশক্তি। তাদের মধ্যে লুকিয়ে আছে অনেক মেধাশক্তি। নৈতিকতার বলে তাদেরকে বলীয়ান হতে হবে। নৈতিক বলে বলীয়ান মেধাবী তরুণ ও যুবকরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।
ড. সুলতান আহমদ টিপু বুধবার কানাইঘাটের সড়কের বাজার আহমদিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে ‘সৈয়দ আনওয়ারুল হক ফাউন্ডেশন, সিলেট ‘আয়োজিত ‘সৈয়দ ফয়জুল্লাহ বাহার মেধাবৃত্তি’ প্রকল্পের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
ফাউন্ডেশনের সেক্রেটারি ও মেধাবৃত্তি প্রকল্পের প্রধান নির্বাহী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেট এর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলেমে দ্বীন হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান, সড়কের বাজার আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সমী, তালবাড়ি জামেয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শরীফ আহমদ, জকিগঞ্জের আয়কর আইনজীবি মাওলানা নিজাম উদ্দিন খান, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেট এর সহকারী অধ্যাপক ফারুক আহমদ, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পূর্ব শাখার চেয়ারম্যান মারুফ আহমদ রাজু, ব্যবসায়ী ও যুব সংগঠক মামুনুর রশীদ মামুন, জকিগঞ্জের সোনাসার ইউসিবি আউটলেট-এর সত্ত্বাধিকারী আবিদুর রহমান, মাওলানা মাহমুদুল রহমান খান ও সাবেক ছাত্রনেতা সৈয়দ কাওসার আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার ২০২৪ সালের অষ্টম ও একাদশ ১ম বর্ষের বার্ষিক পরীক্ষায় ১ম স্থান অধিকারী এবং এস এস সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক মেধাবী শিক্ষার্থীর মধ্যে সনদ ও নগদ ১০০০ টাকা করে পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি