মহানগর শ্রমিক কল্যাণের দায়িত্বশীল কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৩:২৩ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, জাতির সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকরা অগ্রনী ভূমিকা পালন করেছে। শ্রমিকের বাদ দিয়ে দেশের ইতিহাস কোনভাবেই পূর্ণাঙ্গ হবেনা। প্রশিক্ষিত দায়িত্বশীল দেশ জাতি সমাজের সম্পদ। প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে।
তিনি মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত দায়িত্বশীল (টিএস) প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আলোচনা রাখেন ফেডারেশনের মহানগর সহ সভাপতি মিয়া মোঃ রাসেল, সহ-সভাপতি এস এম মনোয়ার, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, অর্থ সম্পাদক আব্দুল জলিল, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, মহানগর ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার, শাহপরান থানা পূর্ব সাধারণ সম্পাদক আকবর আলী, হাসপাতাল থানা পূর্ব সভাপতি আল মোমিন, হাসপাতাল থানা পশ্চিম সভাপতি আব্দুস সাত্তার, কেতোয়ালী থানা পশ্চিম সভাপতি জাবেদুর রহমান জাবেদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কোতোয়ালি থানা পূর্ব সভাপতি ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক হাসান আহমদ, জালালাবাদ থানা সহ সভাপতি আব্দুর রহমান সুমন, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, জালালাবাদ থানা সভাপতি এখলাসুর রহমান আবেদ, হাসপাতাল পূর্ব থানা সহ-সাধারণ সম্পাদক মোয়াজ আল জাকারিয়া, পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু কয়েছ কাওছার ও অর্থ সম্পাদক শওকত হোসেন জিম্মাদার প্রমুখ। বিজ্ঞপ্তি