তরুণদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬:৪০ অপরাহ্ন
আজ আত্মপ্রকাশ, নেতৃত্বে নাহিদ
জালালাবাদ রিপোর্ট : জুলাই গণঅভ্যুত্থানে নেত্ত্বৃ দেয়া শিক্ষার্থীদের নেতৃত্বে আত্মপ্রকাশ আজ শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। যার ইংরেজি নাম হবে, ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণদের এই রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী , হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেছেন।বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি।
আজ বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।যাত্রা শুরু করতে যাওয়া এই নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য নেতারা বারবারই বিভিন্ন আলোচনায় বলছেন যে, বাংলাদেশকে তারা একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার সাথে পরিচয় করাবে এবং তারা পরিবারকেন্দ্রিক রাজনীতির ধারার বাইরে গিয়ে রাজনীতি করবে।
বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্ব প্রধানত পরিবার কেন্দ্রিক বলে অভিযোগ রয়েছে সমালোচকদের।বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা চলছে। সেক্ষেত্রে যদি নতুন দল নতুন ধারার রাজনীতির সাথে বাংলাদেশের মানুষের পরিচয় করাতে পারে, তাহলে তারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতেও পারে। কারণ এই ধরনের দলের চাহিদা আছে সমাজে।
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও ঘটনা নিয়ে ইতিহাস নিয়ে লিখেছেন মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল থাকে, তখন এই ধরনের নতুন দলের জন্ম হয়।