সুনামগঞ্জ সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৬:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদরের মদনপুর সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দিরাই, শান্তিগঞ্জ, সদর ও জামালগঞ্জসহ ৪ উপজেলার বাসিন্দারা। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ।
শুক্রবার সকালে মদনপুর বেইলী সেতুটির পাটাতন ভেঙে গেলে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় স্থানীয়রা বিকল্প রাস্তা তৈরী করে দেন। এদিকে, সড়ক ও জনপথ বিভাগ সুত্র জানায়, কাঠইর বেইলী ব্রীজটি দুর্বল হয়ে গেছে। সাময়িক ব্রীজটি চলাচলের জন্য রাখা হয়েছে। বড় বড় ট্রাক নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করায় সেতুটি ভেঙে গেছে। তবে এটি ব্যবহার না করতে বিকল্প সেতু তৈরী হচ্ছে। দ্রুত এটি চালু করা হবে বলে জানান তারা।
কাঠইর এলাকার বাসিন্দা সিরতাজ জালালি বলেন, এ সেতুটি ঝুঁকিপূর্ণ। তবুও যাত্রীরা সেতুপথে ঝুঁকি নিয়েই চলেন। এ পথে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ কয়েকহাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি জানান তিনি।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্ল্হা জানান, সেতুটির পাটাতন ভেঙে গেছে। দ্রুত সময়ের মধ্যে পাটাতন মেরামত করা হবে। আশা করছি আজকের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।