শাবিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা শুরু
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬:২৫:০৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের এবং বেলা আড়াইটা থেকে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। এই পরীক্ষা দেশের পাঁচটি বিভাগীয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
এ পরীক্ষায় ‘বি’ ইউনিটে ২৯ হাজার ১১৬ জন এবং ‘এ’ ইউনিটে ৫৬ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক রফিকুল ইসলাম জানান। গুচ্ছ থেকে বের হয়ে এবার স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এবার মোট আবেদন পড়েছে ৮৬ হাজার ৪১৬টি। আসন প্রতি লড়ছেন ৫৫ শিক্ষার্থী।
ভর্তি কমিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ২৭০ জন, ঢাকা বিশ্ববদ্যিালয় কেন্দ্রে ৩৪ হাজার ৩৬৯ জন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ১২ জন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৭৮০ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৬২৭ জনসহ ওই ইউনিটে সর্বমোট ৫৬ হাজার ৫৮ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এ ছাড়া এ-২ (স্থাপত্য) ইউনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবেন আরও ১ হাজার ২৪২ জন। অন্যদিকে ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬ হাজার ৯৮৩ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৬৩৬ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৫৬ জন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৪ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৪২৭ জনসহ মোট ২৯ হাজার ১১৬ জন আবদেনকারীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি, যাতে পরীক্ষার্থীরা কোনো ধরনের সমস্যার মুখোমুখি না হন। ভর্তি পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে সকল ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা অনিয়ম থেকে মুক্ত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সজাগ রয়েছে বলে জানান তিনি।