রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলনের মিছিল
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৩১:৩৪ অপরাহ্ন
জননিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ও পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে সিলেটে আনন্দ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।শুক্রবার বাদ জুময়া নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু করে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় স্বাগত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেন, প্রতিদিন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। ছিনতাই, লুটপাট, হানাহানি অরাজকতা সব অপরাধ চরম আকার ধারণ করেছে। দ্রুত এসবের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। আজ দেশে জননিরাপত্তা হুমকির মুখে। মানুষ আতঙ্কিত হয়ে আছে। তাই অর্ন্তবর্তীকালীন সরকারকে যথাসময়ে নির্বাচন দেওয়ার আহবান জানান তিনি।
স্বাগত মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলার সাবেক সভাপতি নজির আহমদ, সাবেক সদস্য আব্দুল করিম, মহানগর সদস্য ইসহাক আহমদ, ইসলামী আন্দোলন মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, জেলা সাংগঠনিক সম্পাদক নোমান আল ফাহাদ, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগরের সাধারণ সম্পাদক প্রভাষক বুরহান উদ্দিন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি ফজলুল হক, মহানগর শ্রমিক আন্দোলনের সভাপতি সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন মহানগর সভাপতি জাকির হোসেন, জেলা সভাপতি মাওলানা বদরুল হক, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক কে. এম শহিদুল ইসলাম, ছাত্র আন্দোলন জেলা সহ-সভাপতি মুর্শেদ আহমদ সহ জেলা, মহানগর ও থানার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি