রাজনগরের আট ইউনিয়নে বিএনপির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১৮:৪৭ অপরাহ্ন
রাজনগর সংবাদদাতা : অবশেষে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আট ইউনিয়নের বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিগুলো ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান। সকল ইউনিয়নে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি করার আগে উপজেলার ৬৭টি ওয়ার্ডের কমিটি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৌলভীবাজার পৌরসভার হলরুমে জামি আহমদকে আহ্বায়ক, কবির আহমদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আব্বাস আলীকে যুগ্ম আহ্বায়ক করে রাজনগর উপজেলা বিএনপির ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা আহ্বায়ক এড. ফয়জুল করিম ময়ূন। গত ২৩ জানুয়ারী উপজেলার আট ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করে উপজেলা কমিটি। এদিকে ইউনিয়নের এ কমিটি গুলো একটি বাড়িতে বসে করা হয়েছে এই অভিযোগে ৫ দিনের মাথায় জেলা আহ্বায়ক এড. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক পত্রে কমিটিগুলো বাতিল ঘোষণা করা হয়। এর পরদিন ২৯ জানুয়ারীর ২১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় জেলা কমিটি। ওই কমিটির সদস্যরা গত কয়েক দিনে আট ইউনিয়নে সম্মেলন করে কমিটি ঘোষণা করে।
এদিকে, আট ইউনিয়নের কমিটি গঠন নিয়ে হামলার শিকার হন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম সেলুন। সম্মেলন না করা ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করা হচ্ছে অভিযোগে গত ১১ ফেব্রুয়ারী বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাহবুব আল জামালের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ করা হয়। উভয়পক্ষে গুলাগুলির অভিযোগ করেন একে অন্যের প্রতি। ওই হামলার ঘটনায় অন্তত ১২জন আহত হন। পরবর্তীতে এ ঘটনায় মোশাহিদ আহমদ নামে এক বিএনপি কর্মী বাদী হয়ে বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মাহবুব আল জামালকে প্রধান আসামী করে মামলা করেন। এ নিয়ে উভয়পক্ষে উত্তেজনা ছিল তুঙ্গে।
এসব হামলা মামলার পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমানের উপস্থিতিতে উপজেলা ইউনিয়ন কমিটিগুলো গঠন করা হয়। ফতেহপুর ইউনিয়নে কমরুদ্দিন আহমদকে সভাপতি ও আব্দুল হাকিম টিটুকে সম্পাদক, উত্তরভাগ ইউনিয়নে কবির আহমদকে সভাপতি ও মো. আরব আলীকে সম্পাদক, মুন্সিবাজার ইউনিয়নে আশিক মিয়াকে সভাপতি ও মশাহিদ আহমদকে সম্পাদক, পাঁচগাঁও ইউনিয়নে আব্দুল মুকিত মুকিলকে সভাপতি ও তাজ উদ্দীনকে সম্পাদক, রাজনগর সদর ইউনিয়নে ময়নুল ইসলাম মাল্লুমকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সম্পাদক, টেংরা ইউনিয়নে আব্দুল মতীনকে সভাপতি ও পাবলু মিয়াকে সম্পাদক, কামারচাক ইউনিয়নে আব্দুল খালিককে সভাপতি ও আলতাফ হোসেনকে সম্পাদক এবং মনসুনগর ইউনিয়নে কাজী আফতাব রুহুলকে সভাপতি ও রুমেল আখন্দকে সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ ব্যাপারে রাজনগর উপজেলা আহ্বায়ক জামি আহমদ বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমানসহ জেলা-উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যদের উপস্থিতিতে আট ইউনিয়নের সম্মেলন করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।