জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের স্মারকলিপি প্রদান
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৭:২৪ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, হকারমুক্ত একটি সুন্দর নগরী গড়ার লক্ষে, অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা যেভাবে মজুতদারি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, চাঁদাবাজ নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা ও অহেতুক বাণিজ্য মেলার অনুমতি না দেওয়াসহ ব্যবসায়ীদের সকল স্বার্থ রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে সিলেট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহষ্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি ছাদিকুর রহমান ছাদিকের নেতৃত্বে জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে স্মারকলিপি দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা ব্যবসায়ী দলের সভাপতি শোয়েব আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল, সিলেট মহানগর ব্যবসায়ী দলের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, ব্যবসায়ী দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার মো. সালাউদ্দিন, মো. আরব আলী, মনু মিয়া, মনির মিয়া, কয়েছ বক্স, মো. চান মিয়া, জাকির হোসেন সাহেদ, রিপন আহমদ ও শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি