রমজানের পবিত্রতা রক্ষায় সিলেট ফাউন্ডেশনের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৭:২৬:০৭ অপরাহ্ন
রমজানের পবিত্রতা রক্ষা করা, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ, অশ্লিলতা বেহায়াপনা, সিনেমা হল বন্ধ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম’আ কোর্ট পয়েন্টের সামনে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ, খেলাফতে রব্বানী বাংলাদেশ ও মুসলিম ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আসলাম রহমানীর সভাপতিত্বে ও মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, মাওলানা ফরিদ আহমদ, শাহজাহান মিয়া, সৈয়দ সাজন, নেছার আলী, আব্দুল্লাহ আল আমিন, হাফিজ মাছুম আহমদ, আলমগীর আহমদ, মো. রফিকুল ইসলাম, মিরাজ আহমদ ও সাঈদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ, খেলাফতে রব্বানী বাংলাদেশ ও মুসলিম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সকলেই রমজানের পবিত্রতা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি