ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় শাবি শিবির
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৫:১৬ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী-অভিভাবকদের বিভিন্ন সেবা দিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের এবং বেলা আড়াইটা থেকে ৪টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে কেন্দ্রে আসতে শুরু করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এদিন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুপেয় পানি, কলম, সিট খুঁজে বের করে দেওয়া, বাইক সার্ভিসসহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে পাশে দাঁড়িয়েছে শাবিপ্রবি শাখা ছাত্রশিবির।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, আমরা এই টেন্ট দেওয়ার উদ্দেশ্য হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সহায়তা করা। আমরা শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে, পানি ও ঔষধ দিয়ে, অভিভাবকদের বসার ব্যবস্থা করে ও বাইক সার্ভিস দিয়ে সহায়তা করার চেষ্টা করছি। অনেক বছর আমরা এই কাজগুলো করতে পারি নাই, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।