জামালগঞ্জে আ’লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৮:২৭ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. নূরু মিয়া (৫৭)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদিকে নূরু মিয়া হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে শরীফপুর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। মো: নুরু মিয়া উপজেলার ফেনারবাক ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে ডেভিল হান্ট অভিযানে মো: নুরু মিয়া কে গ্রেফতার করা হয়েছে।