তাহিরপুরে এসিল্যান্ড না থাকায় দুর্ভোগে উপকারভোগীরা
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৬:৩০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: গত দুই মাস ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) পদটি শুন্য রয়েছে। শুধু এসিল্যান্ড পদটিই শুন্য নয়, সহকারী কমিশনার ভূমি অফিসেও জনবল সংকট রয়েছে। এতে করে নামজারীসহ নানান কাজে চরম দুর্ভোগের শিকার হচ্ছে উপজেলাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার ভূমি পদে যোগদান করেন শামস সাদাত মাহমুদ উল্লাহ ৩ মার্চ ২৪ ইং সালে। তিনি একই বছরের ৩১ ডিসেম্বর বদলী হয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। তিনি নিজ দাপ্তরিক কাজসহ বিভিন্ন কারণে দিনভর ব্যস্ত থাকায় ভূমি অফিসে খুব কম সময় দিতে পারছেন। যার ফলে গুরুত্বপূর্ণ নামজারীসহ অন্যান্য কাজ সমাধানে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন উপকারভোগীগণ।
আরও খোঁজ নিয়ে জানা গেছে, ভূমি অফিসে যে ক’টি পদ রয়েছে তার মধ্যে কানুনগো ১ টি পদের মধ্যে একটিই শুন্য, প্রধান সহকারী/নাজির/অফিস সহকারী/মিউ সহ: ৬ টি পদ থাকলেও এই উপজেলা থেকে দু’জন প্রেশনে অন্য উপজেলায় কর্মরত রয়েছেন। সার্ভেয়ার দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য, জারীকারক দুটি পদের মধ্যে দুটিই শুন্য, চেইনম্যান দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য। এছাড়াও উপজেলার ২ টি ইউনিয়ন ভূমি অফিসের মধ্যে ইউনিয়ন ভূমি অফিস তাহিরপুর সদরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ১টি পদের মধ্যে ১টি ও উপ-সহকারী কর্মকর্তা দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য ও ইউনিয়ন ভূমি অফিস ডিহিভাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ১টি পদের মধ্যে ১ টিই শুন্য ও উপ-সহকারী কর্মকর্তা দুটি পদের মধ্যে ১টি পদ শুন্য রয়েছে রয়েছে দীর্ঘদিন ধরে।
দলিল লেখক আলাউদ্দিল জানান, এসিল্যান্ড না থাকায় নামজারী করা যাচ্ছে না। এতে করে জমিজমা বিক্রি কমে গেছে। অনেকেই ব্যাংক থেকে লোন নিতে পারছে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, এসিল্যান্ডসহ শুন্য পদগুলো পূরনের জন্য আমি আমার উর্ধবতন কর্মকর্তাদের জানিয়েছি।