জুড়ীতে মিনি ম্যারাথন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৩২:১৮ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চতুর্থবারের মতো ‘জুড়ী ১০কি.মি মিনি ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে জুড়ী উপজেলার বাছিরপুর জিরো পয়েন্ট থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে বড়লেখার উপজেলার দাসেরবাজার অতিক্রম করে বাছিরপুর এসে শেষ হয়। ২০২১ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে বন্ধ থাকার পর এ বছর পুনরায় শুরু হয়। এবারের প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক প্রতিযোগি অংশ নেয়।
ম্যারাথনে ৩৫ মিনিট সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন সাজ্জাদুর রহমান। ৩৭ মিনিট সময়ে দ্বিতীয় স্থান অর্জন করেন বিয়ানীবাজারের ইউসুফ আলী এবং ৪০ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করে কুলাউড়ার মো: মাহফুজ আহমেদ। ম্যারাথন আটটি ওয়াটার পয়েন্টের মাধ্যমে দৌড়বিদদের জন্য পানি ও ফুড সরবরাহসহ মেডিক্যাল টিম এবং স্বেচ্ছাসেবক টিম সহযোগিতা প্রদান করেন।