লিডিং ইউনিভার্সিটিতে ফলপ্রসূ রমজান বিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪০:০২ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির ইসলামিক কালচারাল ফোরামের আয়োজনে ফলপ্রসূ রমজানের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে সৌদি এম্বেসী ঢাকার দায়ী ও কুদরত উল্লাহ জামে মসজিদ সিলেটের খতিব সায়িদ বিন নুরুজ্জামান মাদানী উপস্থিত ছিলেন।
ফলপ্রসূ রমজান বিষয়ক আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় উঠে এসেছে উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, রমজান মাস ফজিলতের মাস, আর মাহে রমজানের ফজিলত পেতে সিয়াম সাধনার পাশাপাশি নামাজ, দোয়া এবং দান করতে হবে। পারস্পরিক সহানুভূতির শিক্ষা রমজান মাস থেকেই নিতে হবে যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নাজাত পেতে পারি। এবারের রমজান আরো ফলপ্রসূ হবে এ আশাবাদ ব্যক্ত করে মূখ্য আলোচক সায়িদ বিন নুরুজ্জামান মাদানী বলেন, রমজান হলো বিজ বপনের মাস। ফলপ্রসূ রমজান পেতে হলে আমাদের পূর্ব পরিকল্পনা এবং প্রস্তুতি থাকতে হবে। আলোচনায় তিনি ১০টি প্রস্তুতিমূলক করণীয় তুলে ধরেন: ১) যাবতীয় এবাদত আল্লাহর জন্য করতে হবে ২) পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে ৩) গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে ৪) বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে ৫) কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে ৬) তারাবির সালাত আদায় করতে হবে ৭) দান করতে হবে, সমাজের অন্যদের প্রতিও খেয়াল রাখতে হবে ৮) সুন্দর চরিত্রে গঠনের অভ্যাস করতে হবে ৯) বেশি বেশি করে দোয়া পড়তে হবে এবং ১০) এইসবকিছু আমল করার তওফিক আল্লাহর কাছে চাইতে হবে।
ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। এতে কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে সিয়াম সাধনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ড. ফজলে এলাহী মামুন এবং স্বাস্থ্য রক্ষায় রমজানের ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রভাষক আবুল কালাম আজাদ। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামের সহ-উপদেষ্টা প্রভাষক মো. মামুনুর রশিদ। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী খন্দকার তানভীর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী মো. শরিফ এবং নাশিদ পরিবেশন করেন জামেউর রহমান। বিজ্ঞপ্তি