মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৬
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৭:৪৮ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু ছায়েদ (৪০)সহ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে আধাঐর ইউনিয়নের পানিহাতা মোড়ে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহতরা হলেন-পানিহাতা গ্রামের লুৎফুর রহমান (২০), আব্দুল্লাহ (১৮), আব্দুল আউয়াল (৪৫), আব্দুর সাত্তার (৪৫) ও কামাল (৪৩)।পুলিশ জানায়, পানিহাতা গ্রামের ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু ছায়েদের সাথে একই গ্রামের যুবলীগের সাধারণ সম্পাদক আকতার মিয়ার ইমারত সামগ্রীর ব্যবসা ছিল। এ নিয়ে তাদের মধ্যে দেনদরবার চলছিল। শুক্রবার সকালে আবু ছায়েদের ছোট ভাই আব্দুল্লাহ পানিহাতা মোড়ে সিমেন্ট কিনতে গেলে আক্তার মিয়া ও তার লোকজন আব্দুল্লাহকে টাকার জন্য আটকে রাখে। খবর পেয়ে আবু ছায়েদসহ তার লোকজন ঘটনাস্থলে পৌঁছলে আক্তার মিয়ার লোকজন তাদের ওপর হামলা করে। এতে ৬ জন আহত হন। আহত ৪ জনকে মাধবপুর হাসপাতালে ও বাকি ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্ত কোনপক্ষই থানায় কোন অভিযোগ দেয়নি।