রমজানে পবিত্রতা রক্ষার জৈন্তায় জামায়াতের মিছিল
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫২:৫৪ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি রোধে বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়।শুক্রবার বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়েত ইসলামী এর আয়োজনে জৈন্তাপুর মডেল থানার সম্মুখ থেকে মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জৈন্তাপুর ঐতিহাসিক বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রফিক আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়েতে ইসলামীর জৈন্তাপুর উপজেলা শাখার আমীর মাওলানা গোলাম কিবরিয়া।এ সময় উপস্থিত ছিলেন সাবেক আমীর আনোয়ারুল আম্বিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি শামিম আহমদ, জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক শিবির সভাপতি গোলাম কিবরিয়া সুহেল, আব্দুল খালিক, জামায়াতের দরবস্ত ইউনিয়ন সভাপতি মাওলানা রিয়াজ আহমদ, চারিকাটা ইউনিয়ন সভাপতি মাওঃ কামাল উদ্দিন, চিকনাগুল ইউনিয়ন সভাপতি তোফায়েল আহমদ, ফতেপুর ইউনিয়ন সভাপতি কামরুল ইসলাম বাবর, জৈন্তাপুর ইউনিয়ন সভাপতি নূরুল ইসলাম প্রমুখ।