রমজানের পবিত্রতা রক্ষায় শ্রমিক কল্যাণের মিছিল
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৪:১১ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। এই মাস হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে রমজানের পবিত্রতা রক্ষা করা সরকার ও জনগণের নৈতিক দায়িত্ব। রমজানে অশ্লীলতা বেহায়পনা ও সকল অসামাজিক কার্যকলাপ বন্ধ, শ্রমিকদের অগ্রীম বেতন ও বোনাস, রমজানকে অযুহাত বানিয়ে হোটেল শ্রমিকদের ছাটাই বন্ধ এবং দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বৃহস্পতিবার শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মিছিলটি নগরীর বন্দরবাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে ফের বন্দরবাজারে গিয়ে সমাপ্ত হয়। ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সহ সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, অর্থ সম্পাদক আব্দুল জলিল, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল আহমদ, পাঠাগার প্রকাশনা সম্পাদক আকবর আলী, সহ পাঠাগার প্রকাশন সম্পাদক সাইদুল ইসলাম, হাসপাতাল পশ্চিম থানার সভাপতি আব্দুস সাত্তার, কোতোয়ালি পশ্চিম থানার সভাপতি জাবেদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ ও জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমূখ।