সাঁড়াশি অভিযানে নগরে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:০৩:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রমজান মাস শুরুর আগেই নগরজুড়ে বেড়েছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। এছাড়া রমজানকে টার্গেট করে সক্রিয় হচ্ছে নগরের একাধিক ছিনতাইকারী গ্রুপ। এদিকে রমজানে চুরি-ছিনতাই ঠেকাতে অ্যাকশন শুরু করেছে সিলেট মেট্রোপলিপটন পুলিশ। গত ৪৮ ঘন্টায় পুলিশের সাঁড়াশি অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত ৫টি চাকু উদ্ধার করা হয়।বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, হঠাৎ করে নগরে ছিনতাইকারীদের উৎপাত বেড়েছে। রমজানের আগে ছিনতাই রুখতে মাঠে নেমেছে এসএমপি পুলিশ। মানুষের চলাচল নিরবচ্ছিন্ন রাখতে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান।
এসএমপি সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযানে সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে চিহ্নিত ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার লাকসাম থানার হাটিরপার উত্তরপাড়ার মহরম আলীর ছেলে রুমেল হোসেন (২১), সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার কুটি মিয়ার ছেলে বর্তমানে নগরের কাজিটুলা নাসির মিয়ার কলোনির বাসিন্দা পারভেজ আহমদ পাবেল (২২), সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাতারখাই গ্রামের মকদ্দছ আলীর ছেলে বর্তমানে নগরের আখালিয়া নয়াবাজার উজ্জীবন ১৫ নং বাসার শরীফ (২৭), দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের হাসামপুর পশ্চিমপাড়ার সিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান (২৪), সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ডাইয়ারপাড় গ্রামের নূর মিয়ার ছেলে আক্তার হোসেন (২৯), এসএমপির শাহপরান থানার বালুচরের কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩৫), কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও সিলেট নগরের ঘাসিটুলা খেওয়াঘাট এলাকার মো. মামুন (২০) এবং কুমিল্লার লাকসাম আমদুয়ার কাজি বাড়ির আবুল হাসেমের ছেলে ও নগরের লালদিঘীরপাড় টাউন বোর্ডিংয়ের নাছির উদ্দিন (২৫)।
গ্রেপ্তারকৃতরা নগরীর চিহ্নিত ছিনতাইকারী এবং একাধিক চুরি, ছিনতাই, দস্যুতা মামলার আসামি বলেও জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।