সৌদিসহ বিভিন্ন দেশে রোজা শুরু কাল
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৫:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সৌদী আরব, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডসহ পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কাল শনিবার থেকে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে দেশগুলো।সৌদির নিউজ পোর্টাল দ্য ইসলমিক ইনফরমেশন জানিয়েছে, সৌদিতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল শনিবার থেকে পবিত্র ভূমি সৌদিতে রোযা শুরু হবে।
অস্ট্রেলিয়া জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি দেশটিতে শাবান মাস শেষ হয়েছে। ফলে শনিবার থেকে শুরু হবে পবিত্র ও মহিমান্বিত মাস রমজান।
ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ। তিনি অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে পবিত্র এ মাস শুরুর ঘোষণা দিয়েছেন।ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে।
এদিকে, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় আজ শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এক প্রতিবেদনে খালিজ টাইমস জানিয়েছে, আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে ইন্দোনেশিয়ায় পবিত্র রমজান মাস শুরু হবে। এদিকে, মালয়েশিয়ায় আগামীকাল রোববার, ২ মার্চ থেকে পবিত্র রমজান মাসের রোজা পালন শুরু হবে। মালয় শাসকদের সিলমোহর সংরক্ষক তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ সরকারি ভাবে এই ঘোষণা দিয়েছেন।