কুশিয়ারা ডিগ্রি কলেজ উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৩৬:০৩ অপরাহ্ন
কুশিয়ারা ডিগ্রি কলেজ ও মসজিদের গেইট ও সীমানা প্রাচীর নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ২৮/০২/২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুশিয়ারা ডিগ্রি কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. জাহিদ হোসাইন। উক্ত অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ও প্রবাসী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশিয়ারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিতালী দেব, পল্লীমঙ্গল হাসপাতালের আজীবন দাতা সদস্য মো: আব্দুল কাইয়ুম বিলু, কলেজের অন্যতম উদ্যোক্তা লন্ডন প্রবাসী এ.জেড.এম হাবিবুস সামাদ (রানু), আজীবন দাতা সদস্য, লন্ডন প্রবাসী মোঃ লোকমান উদ্দিন, ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাস, আব্দুল জলিল, রিয়াজ উদ্দিন গেদাই, আব্দুল কালাম, মাস্টার লুৎফুর রহমান, সালেহ আহমদ, দেলোয়ার আহমদ আকাশ প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অঞ্জন কান্তি দাস, সহকারী অধ্যাপক (ইতিহাস) ও মাওলানা জসিম উদ্দিন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুশিয়ারা ডিগ্রি কলেজের ইমাম বোরহান আহমদ। বিজ্ঞপ্তি