শাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত: প্রশ্নপত্রে জুলাই আন্দোলন
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪০:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ৫টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টা থেকে এ-১ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ভর্তি পরীক্ষার প্রশ্নে গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলন নিয়ে দুটি প্রশ্ন করা হয়েছে। ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘বি’ ইউনিটের পরীক্ষায় ‘মানবিক ও বাণিজ্য’ শাখার ভর্তি-ইচ্ছুকদের জন্য একরকম প্রশ্ন এবং বিজ্ঞান বিভাগ থেকে মানবিকে পরীক্ষার জন্য ভিন্ন প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগের প্রশ্নপত্রে ‘সাধারণ জ্ঞান’ অংশে (বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ অংশ) জুলাই বিপ্লবের স্লোগান নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে ‘জুলাই আন্দোলনের অন্যতম স্লোগান কোনটি? চারটি অপশনের মধ্যে ছিল ‘স্বৈরাচার নিপাত যাক; চল চল ঢাকা চল; কারার ঐ লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট; কোটা না মেধা, মেধা মেধা।’
অপর দিকে, ‘বি’ ইউনিটের বিজ্ঞান শাখার প্রশ্নে ‘জুলাই বিপ্লব ২০২৪-এর প্রথম শহীদ কে?’ এই প্রশ্ন করা হয়। সেখানে অপশনে আবু সাঈদের পাশাপাশি আরও তিনটি অপশন দেওয়া হয়।
ভর্তি কমিটির সূত্রে জানা যায়, শাবির ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। এর মধ্যে প্রশ্নপত্রে ৮০টি প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রতিটি প্রশ্নে মান ১ নম্বর। তবে প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ১ নম্বর কর্তন করা হবে। প্রশ্নের ৮০ নম্বর ছাড়া বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে।
গুচ্ছ থেকে বের হয়ে এবার স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছে শাবিপ্রবি। এবার ভর্তি পরীক্ষার জন্য দুই ইউনিটে মোট আবেদন পড়েছিল ৮৬ হাজার ৪১৬টি। দেশের ৫টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করে কর্তৃপক্ষ। এর মধ্যে ‘বি’ ইউনিটে (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) শাবি কেন্দ্রে ৬ হাজার ৯৮৩ জন; ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৬৩৬, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫৬, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৩ হাজার ১৪ ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১ হাজার ৪২৭ জনসহ মোট ২৯ হাজার ১১৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেন।
বেলা ৩টা থেকে অনুষ্ঠিত এ-১ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় শাবি কেন্দ্রে ৬ হাজার ২৭০ জন, ঢাকা বিশ্ববদ্যিালয়ে ৩৪ হাজার ৩৬৯, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৬ হাজার ১২, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৩ হাজার ৭৮০ ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৬২৭ জনসহ মোট ৫৬ হাজার ৫৮ জন আবেদন করেন।