রমজানের পবিত্রতা রক্ষায় বিশ্বনাথে জামায়াতের মিছিল
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮:০৬ অপরাহ্ন
মাহে রমজান মহিমান্বিত মাস, যে মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে এবং এ মাসেই বদর যুদ্ধ ও ফতেহ মক্কাসহ ইসলামের বড় বড় বিজয় এসেছে, তাই এ বরকতময় মাসে সকলকে যথাযথভাবে সিয়াম পালনের মাধ্যমে তাক্বওয়া অর্জন ও আত্মশুদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ।
তিনি শুক্রবার বেলা ২টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা আয়োজিত মাহে রমাদানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতের ইসলামী বিশ্বনাথ উপজেলা আমীর নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে সেক্রেটারি মোঃ মতিউর রহমানের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য মোঃ আব্দুল কাইয়ুম, পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক, সেক্রেটারি জাহিদুর রহমান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ঈমাদ উদ্দিন, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান প্রমুখ।
সভাপতির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, পবিত্র মাহে রমজান কুরআনের মাস। এ মাসে কুরআন নাযিল হয়েছিলো বলেই এ মাসের মর্যাদা অন্য মাসের তুলনায় সমধিক। আর রমযানের কারণেই কুরআনের মর্যাদাও সমুন্নত হয়েছে। তিনি রমজানের পবিত্রতা রক্ষায় সরকারকে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানান। বিজ্ঞপ্তি