ধানমন্ডির ৩২ নম্বর সহ সিলেটে আওয়ামীলীগের বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫:০৯ অপরাহ্ন
ওসমানীনগরে আওয়ামীলীগ নেতার বাড়ীতে হামলা, ভাংচুর; আওয়ামীলীগ নেতা হৃদরোগে মৃত্যু
স্টাফ রিপোর্টার : ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র-জনতার হামলা ও ভাংচুরের খবর পেয়ে সিলেট বিভাগ জুড়ে রাস্তায় নেমে পড়েছে ছাত্র-জনতা। উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথগুলো। বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা গতকাল ০৬ ফেব্র“য়ারী ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১০টায় ঐতিহাসিক ক্বীন-ব্রীজের সামনে জড়ো হয়ে বুলডোজার নিয়ে মিছিল বের করে। মিছিলটি সিলেটের জেলা প্রশাসকের অফিসের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দের বাড়িতে হামলা ও ভাংচুর করে।
বিক্ষুব্ধ জনতা দকাল ৩ টায় ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন চৌধুরীর বাড়ীতে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামীলীগ বিরোধী জোট। প্রভাবশালী ওসমানীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুলাহ মিছবা এবং ওসমানীনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিজান আহমদের নেতৃত্বে ছাত্রদল, যুবদল সহ জামাত-শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং হেফাজতে ইসলামের ৩০/৪০ জন নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মোঃ আব্দুল মতিন চৌধুরী বাড়ীতে হামলা চালায়। বিক্ষুুব্ধ নেতাকর্মীরা গেট ভেঙ্গে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে মতিন চৌধুরী ছেলে ছাত্রলীগ কর্মী দিহানুর রহমান চৌধুরীকে খুঁজতে থাকে। তখন দিহানুর রহমানকে না পেয়ে বাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এসময় লুটপাটও করে তারা। প্রবীন আওয়ামীলীগ নেতা মতিন চৌধুরী হৃদরোগে অসুস্থ ব্যক্তি বিক্ষুব্ধ জনতাকে বাঁধা দিলে তারা তাকে মারধর করে, মতিন চৌধুরী শারীরিক ভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান তিনি হার্টএ্যাটাক করে মারা গেছেন।
নিহতের পরিবারের সহিত যোগাযোগ করলে নিহত মতিন চৌধুরী’র স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীরা। নিহতের আত্মীয়-স্বজন দৈনিক জালালাবাদকে জানান যে, আগামীকাল সকাল ১১টায় নিহত মতিন চৌধুরী’র নিজ বাড়ীতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এব্যাপারে দৈনিক জালালাবাদকে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ জানান আওয়ামীলীগের প্রবীন নেতা মতিন চৌধুরী নিহতের সংবাদ জ্ঞাত হইয়াছেন। তবে এটি সাধারণ মৃত্যু না পরিকল্পিত তাহা তদন্তাধীন। নিহতের পরিবার এখনও কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। যেকোন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে, ওসমানীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুলাহ মিছবা জানান, বাংলাদেশের কোথাও ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন থাকতে দেয়া হবে না। সিলেটেও ফ্যাসিবাদের কোন স্মৃতিচিহ্ন থাকবে না। যারা আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন তাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, মুজিববাদ ফিরবে না, হাসিনাকেও ফিরতে দেয়া হবে না। তাদের স্বপ্ন ধুলিস্মাত করে দেবে এদেশের লড়াকু জনতা।