অপারেশন ডেভিল হান্ট : ২০ দিনে সিলেটে আটক ৩৬৫
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ১২:০৪:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের গ্রেফতারে সিলেটে অব্যাহত রয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গত ২৪ ঘন্টায় এই অপারেশনে সিলেটে বিভাগের আরো ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত সিলেটে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৫ জনে। চলমান অভিযানের ২০ দিনেও সিলেটে কোন অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি ও কোন অস্ত্রধারীও গ্রেফতার হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট মহানগর এলাকায় আরো ৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া এই সময়ে সিলেট জেলায় ১, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৪ জনকে আটক করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট নগর এলাকায় আরো ৩ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে সিলেট মহানগর পুলিশ ‘অপারেশন ডেভিল হান্টে’ মোট ৮৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৭৭ জনকে পুলিশ ও বাকী ১২ জনকে অন্যান্য বাহিনী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি অফিসের অপারেশন্স ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুন নুর জানান, চলমান অপারেশন ডেভিল হান্টে শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলায় ২৭৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৫, মৌলভীবাজার জেলায় ১০৯, সুনামগঞ্জে ৮৫ ও হবিগঞ্জ জেলার ৪৭ জন রয়েছেন। এছাড়া মহানগর এলাকায় আটক হয়েছেন ৮৯ জন। সবমিলিয়ে সিলেট বিভাগে এই অপারেশনে ৩৬৫ জন ডেভিল আটক হয়েছেন।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’-এ মহানগর এলাকায় মোট ৭৭ জনকে পুলিশ আটক করেছে। এছাড়া অন্যান্য বাহিনী আটক করে ১২ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এদিকে দেশে চুরি ছিনতাই বৃদ্ধি পাওয়ার মঙ্গলবার থেকে সিলেটেও যৌথবাহিনীর অভিযান জোরদার করেছে। পাশাপাশি ডেভিলদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।