মালয়েশিয়ায় বাংলাদেশীসহ গ্রেফতার ৯৬ অভিবাসী
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ৫:৫০:২০ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের অন্তত ৯৬ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন। শুক্রবার ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ের একটি অভিবাসী বসতিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় অভিবাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। জেআইএম-এর মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, অভিযানে তার দল কাজাং-এর আশেপাশে একটি এনফোর্সমেন্ট অপারেশনে ৯৬ জন অবৈধ অভিবাসী (পিএটিআই) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক। অভিযানের স্থানটি একটি ব্যক্তিগত জমিতে কেন্দ্রীভূত ছিল যা অসংগঠিত ভাড়া বাড়ি দিয়ে গড়ে তোলা হয়েছিল।
তিনি বলেন, ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইনের অধীনে অবৈধ অভিবাসীরা শনাক্তকরণের নথি ছাড়াই সেখানে বসবাস করছিলেন এবং মেয়াদোত্তীর্ণ থাকার জনসাধারণের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং সুরক্ষা প্রদানকারী যেকোনো দলের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ইমিগ্রেশনের মহাপরিচালক জানান।