খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে চিকিৎসাহীন করে রাখা হয়েছিল : ড. এনামুল হক
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ৫:৫৭:২৭ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সন এর মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে চিকিৎসাহীন করা রাখা হয়েছিল। লন্ডনে আমরা তাঁর পাশে থেকে সুষ্ঠু চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এখন তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠছেন। তিনি সিলেটে তাঁর মালিকানায় পরিচালিত বেসরকারি জালালাবাদ কলেজকে স্বপ্নের কলেজ হিসেবে প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।
শুক্রবার রাতে সিলেটের একটি অভিজাত রেস্তোরাঁয় জালালাবাদ কলেজের অধ্যাপক ছায়েম আহমদ চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে তাঁকেও স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা জানানো হয় ।
জালালাবাদ কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হাসান, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ছয়ফুল কবির চৌধুরী, জালালাবাদ টিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড: হাসমত উল্লাহ, এমসি কলেজের অধ্যাপক ড: আবুল কালাম আজাদ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. দিদার চৌধুরী, এক্সিম ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার তাইয়্যেব চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, জালালাবাদ টিটি কলেজের প্রভাষক তানজিনা জামান চৌধুরী, শাবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসী, জালালাবাদ কলেজের প্রভাষক ওসিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী।
ড: এনামুল হক চৌধুরী সিলেটে উচ্চ শিক্ষা বিস্তারে তাঁর স্বপ্নের কথা জানিয়ে বলেন, জালালাবাদ শুধু কলেজ নয়, ইউনিভার্সিটি হিসেবেই যাত্রা শুরুর সকল আয়োজন করেছিল। কিন্তু রাজনৈতিক কারণে ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকার আমাদেরকে অনুমোদন দেয়নি। এখন ইনশাআল্লাহ শিগগিরই ইউনিভার্সিটির কাজ শুরু হবে।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী বিদায়ী অধ্যাপক ছায়েম আহমদ চৌধুরীকে একজন জ্ঞানী ও জনপ্রিয় শিক্ষক হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর শূন্যতা সহজে পূরণ হবে না।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি উপদেষ্টা ও শিক্ষাবিদ মুহাম্মদ এনামুল হক চৌধুরীকে সিলেটের আগামী দিনের কান্ডারী হিসেবে উল্লেখ করেন। বিজ্ঞপ্তি