দক্ষিণ সুরমায় বিবি ট্রাস্টের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ৬:০০:৪৩ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, রমজানে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সবাইকে এগিয়ে আসতে হবে। এজন্য সমাজের সামর্থ্যবানদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শনিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় তার নিজ বাড়িতে বিবি ট্রাস্টের উদ্যোগে তিন হাজারের বেশি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাংবাদিক খালেদ মেহেদীর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি ও বিবি ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি নেতা মাহমদ আলী, আজাদ মিয়া, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সদস্য মোঃ নুরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে তিন হাজারের বেশি দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি