সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ৫:৫৯:৩৬ অপরাহ্ন
সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের মাসিক সভা বৃহষ্পতিবার বিকালে ফোরাম এর সুরমা ম্যানশনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বক্তাগণ সিলেটে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, কিছু দিন যাবত সিলেট মহানগরীসহ বিভাগের সকল জেলা শহর, উপজেলা শহর, গ্রামীণ হাট-বাজার, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপন্ন এবং প্রবাসী ও পর্যটকদের স্বাভাবিক চলাফেরা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জনসাধারণ চরম আতংক ও নিরাপত্তাহীনতার মধ্যে জীবন যাপন করছে। এমনকি শহর কিংবা গ্রামে অনেক পাড়া-মহল্লায় জনসাধারণ পালাক্রমে দিবারাত্রি পাহারা দিচ্ছেন। সিলেট বিভাগের আইন শৃঙ্খলার অবনতিতে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা এহেন অবস্থা নিরসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রবাসী ও পর্যটকদের স্বাভাবিক চলাফেরা নিশ্চিত ও জনসাধারণের জান-মালের নিরাপত্তার স্বার্থে সিলেট বিভাগের সর্বত্ত আইন শৃঙ্খলাবাহীনির তদারকী ও তৎপরতা বৃদ্ধি করার দাবী জানান।
সভায় বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, গণদাবীর কেন্দ্রীয় নেতা আব্দুল মলিক এডভোকেট, মোঃ শরীফুল চৌধুরী হুদা এডভোকেট, আব্দুল ওয়াহিদ এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট, সাবেক মেম্বার ইর্শাদ আলী, রিয়াজ উদ্দিন আহমদ, গণদাবী নেতা কয়েছ আহমদ সাগর, আমিন তাহমিদ ও গীতিকার বাহার উদ্দিন বাহার প্রমুখ। বিজ্ঞপ্তি