গোলাপগঞ্জে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ৬:০২:২২ অপরাহ্ন
বিদেশগামী তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য দেশে আরও মানসম্পন্ন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান দরকার। সরকারের পাশাপাশি এজন্য বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ। শুক্রবার গোলাপগঞ্জের বাঘায় যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ‘বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
এসোসিয়েশনের কনভেনশন সেন্টার ও চারতলা বিশিষ্ট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র’র নির্মাণ প্রকল্প উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক বাহাউদ্দিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন এসোসিয়েশনের সাবেক সভাপতি লায়েকুল ইসলাম, সালাম মকবুল হাইস্কুলের প্রতিষ্ঠাতা আব্দুস সালাম মকবুল, বন্দরবাজার মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদির সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান মাহির উদ্দিন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার শিবলু দাস, এসোসিয়েশনের সহ সম্পাদক ইসলাম উদ্দিন, ট্রেজারার তাজ উদ্দিন, রুহুল হোসেন সাহেল, আবুল হাসনাত প্রমুখ।
সভায় জানানো হয়, গত ১৩ বছর ধরে এসোসিয়েশন বাঘা এলাকায় নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে বস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তা, চক্ষু শিবির, ইফতার সামগ্রী বিতরণ, গৃহ নির্মাণ, কারিগরী ও কম্পিউটার শিক্ষা প্রকল্প ইত্যাদি। এসব কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। নির্মিতব্য কনভেশন সেন্টার, পাঠাগার ও কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান এলকার মানুষের কল্যাণে ব্যাপক অবদান রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, এসোসিয়েশনের ক্রয়কৃত ভূমিতে এ সকল প্রতিষ্ঠান নির্মিত হচ্ছে। বিজ্ঞপ্তি