শাল্লায় ঘোষণা দুই গ্রুপের সংঘর্ষ, লুটপাট-ভাংচুর
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ৭:৪৫:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শ্রীহাইল গ্রামে পূর্ব ঘোষণা দিয়ে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।শনিবার সকালে ওই গ্রামের আফজল মিয়া ও জুবায়ের আহমেদ ডালিম গ্রুপের মধ্যে খাস জমি দখল ও আধিপত্য নিয়ে দু’ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা সদর ইউনিয়নের শ্রীহাইল গ্রামের আওয়ামীলীগ নেতা আল আমিন অনুসারী আফজল মিয়া ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ ডালিম এর মধ্যে দীর্ঘদিন ধরে খাস জমি দখল ও এলাকার আধিপত্য নিয়ে বিবাদ চলে আসছিল। এর জের ধরে দুই পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছে। দু’দিন আগ থেকেই আওয়ামীলীগ নেতা আফজল মিয়া’র গ্রুপ বিভিন্ন জায়গা থেকে দেশীয় অস্ত্রাদি নিয়ে মারামারি করার জন্য ভাড়াটিয়া লোক এনে বাড়িতে জমায়েত করে। আফজল মিয়া গ্রুপের সংঘর্ষের ঘোষণা এলাকাবাসী জানতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করে।
পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকালে আফজল মিয়া গ্রুপ ডালিম গ্রুপের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে ডালিম গ্রুপ টিকতে না পেরে দিগবিদিক পালিয়ে যায়। এই সুযোগে আফজল মিয়ার গ্রুপ ডালিম গ্রুপের অন্তত ৫০ টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে। এতে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে জুবায়ের আহমেদ ডালিম গ্রুপের বেশ কয়েকটি ঘরে ভাংচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও কিছু দামি জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় আফজল মিয়ার গ্রুপ।
শাল্লা থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে ওসি তদন্তসহ পুলিশের একটি টিম এবং সেনাসদস্যরা ঘটনাস্থলে গেছেন। তারা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।