নার্সিং শুধুমাত্র পেশা নয়, হৃদয়ের মানবিক আহ্বান: ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৫, ৭:৪৯:২৫ অপরাহ্ন
সিলেট উইমেন্স নার্সিং কলেজের স্পন্সর কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নার্সিং শুধুমাত্র নিছক একটি পেশা নয়, এটি হৃদয়ের আহ্বান। কারণ চিকিৎসা নিতে আসা একজন রোগীর সবচেয়ে কাছে থাকেন সেবিকাগণ। তাই তাদেরকে মানবিক হৃদয়ের অধিকারী হতে হবে। একজন প্রশিক্ষিত নার্স হওয়ার পাশাপাশি এই পেশার সাথে জড়িতদের আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
তিনি শনিবার সিলেট উইমেন্স নার্সিং কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কলেজের অধ্যক্ষ ফয়সাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে, বি.এসসি ইন নার্সিং ৪র্থ বর্ষের ছাত্র মেহেদি হাসান ইমন এবং ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ২য় বর্ষের ছাত্রী ফৌজিয়া আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: মোঃ ওয়েস আহমেদ চৌধুরী, কলেজের পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাঃ এম আজির উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম খান ও আবুল মহসিন চৌধুরী।অনুষ্ঠানে অতিথিবৃন্দ নার্সিং পেশার ভূমিকা ও গুরুত্ব উল্লেখপূর্বক সিলেট উইমেন্স নার্সিং কলেজের অত্যাধুনিক নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ১২ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের অগ্রগতির ব্যাপারে শিক্ষার্থীদের অবগত করা হয়। আগামী বছর থেকে নিজস্ব ক্যাম্পাসে কলেজের কার্যক্রম চালুর ব্যাপারে আশা ব্যক্ত করা হয়। এতে শিক্ষার্থীরা উৎসাহিত হন।
অনুষ্ঠানে সিলেট উইমেন্স নার্সিং কলেজের সপ্তাহব্যাপী অনুষ্ঠিত স্পোর্টস এন্ড কালচারাল উইকে অনুষ্ঠিত মোট ১৮ টি ইভেন্টের চ্যাম্পিয়ন রানার্স-আপ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষ পর্যায়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট উইমেন্স নার্সিং কলেজের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি